Anand Teltumbde Got Bail: দীর্ঘ ২ বছর পর ভিমা-কোরেগাঁও মামলায় জামিন পেলেন আনন্দ তেলতুম্বডে

Updated : Nov 25, 2022 14:03
|
Editorji News Desk

দীর্ঘ ২ বছর পর জামিন পেলেন শিক্ষাবিদ আনন্দ তেলতুম্বডে। ২০২০ সালের ১৫ এপ্রিল এলগার পরিষদ মামলায় তাঁকে গ্রেফতার করে এনআইএ। উল্লেখ্য, গতবছরই তাঁর জামিন না মঞ্জুর করে এনআইএর বিশেষ আদালত। এরপরেই বোম্বে কোর্টে আবেদন করেন তিনি। অবশেষে শুক্রবার তেলতুম্বডেকে ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিনের নির্দেশ দেয় আদালত। যদিও এই নির্দেশ আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত করেছে বোম্বে হাইকোর্ট। এর মধ্যেই যাতে জাতীয় তদন্তকারী সংস্থা সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে, তার জন্যই এই ব্যবস্থা। ফলে আপাতত জেলমুক্তি ঘটছে না আনন্দ তেলতুম্বডের।

এ এস গাড়কারি এবং এম এন যাদবের ডিভিশন বেঞ্চ ৭৩ বছরের এই প্রবীণ শিক্ষাবিদের জামিনের আবেদন মঞ্জুর করেন। শুক্রবার ১ লক্ষ টাকার বিনিময়ে তাঁকে জামিন দেয় আদালত। এরপরেই এনআইএর তরফে ওই আদেশ এক সপ্তাহের জন্য স্থগিতের অনুরোধ করা হয়। এই অনুরোধ মেনে নিয়ে বোম্বে হাইকোর্ট এক সপ্তাহের জন্য এই নির্দেশে স্থগিতাদেশ জারি করে। 

আরও পড়ুন- Sanjukta Kishan Morcha: ফের পথে নামছে সংযুক্ত কিষাণ মোর্চা, ২৬শে দেশজুড়ে রাজভবন অভিযানের ডাক কৃষক নেতাদের

জামিনের আবেদনে তেলতুম্বডে জানান, তিনি ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পুণেতে এলগার পরিষদের অনুষ্ঠানে ছিলেন না বা কোনও উস্কানিমূলক বক্তৃতাও দেননি। অন্যদিকে, এনআইএর দাবি ছিল এলগার পরিষদের ওই অনুষ্ঠানের আয়োজন করে সিপিআই(মাওবাদী)। সেদিনের অনুষ্ঠানের উস্কানিমূলক ভাষণের জেরেই পুণের ভিমা কোরেগাঁও গ্রামে ওই ঘটনা ঘটেছিল। 

ভিমা-কোরেগাঁও মামলায় জামিন পাওয়া তৃতীয় ব্যক্তি হলেন তেলতুম্বডে। এর আগে কবি ভারভারা রাওকে চিকিৎসার প্রয়োজনে জামিন দেওয়া হয়। এছাড়া আপাতত জামিনে মুক্ত আইনজীবী সুধা ভরদ্বাজ।

NIABhima Koregaon violenceAnand TeltumbdeBombay High CourtNIA court

Recommended For You

editorji | ভারত

Bangladesh MP Murder: বাংলাদেশের MP খুনে নয়া তথ্য সামনে, মেয়ের সঙ্গে মিলল DNA

editorji | ভারত

UIDAI Adhar Card: আপনার আধার কার্ড কি অন্য় কোথাও ব্যবহার হচ্ছে! কী করে বুঝবেন?

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mumbai News : বাঁক খেতে গিয়ে ফেরিতে ধাক্কা, মুম্বইয়ে ভাইরাল নৌ-সেনার স্পিড বোটের ভিডিও

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর