এই মুহূর্তে টোম্যাটো ,কাঁচা লঙ্কার মতো সবজিতে হাত পুড়ছে দেশবাসীর। প্রায় সোনার দামে বিকোচ্ছে টোম্যাটো। ছুঁলেই কার্যত ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তের। টম্যাটোর মতো দামি সবজি লুট হতে পারে এই আশঙ্কায় দোকানের বাইরে বাউন্সার দাঁড় করলেন বারাণসী সবজি বিক্রেতা। দেখা গিয়েছে টম্যাটোর সামনে দাঁড়িয়ে রয়েছেন দুই বাউন্সার।
AI Anchor: খবর পড়বেন AI অ্যাঙ্কর লিসা, সাক্ষী থাকবেন ওড়িশার দর্শকেরা
অজয় ফৌজি এই ব্যক্তি সবজির লাগাম ছাড়া দাম নিয়ে বার্তা দিতেই এই অভিনব পন্থা অবলম্বন করেছেন। অজয় বলেন, ‘‘টমেটোর দাম আকাশ ছুঁয়েছে তাই বাউন্সার রেখেছি। লোকে টমেটো পেতে সহিংস হয়ে উঠছে, এমনকী লুট করছে। এই মুহূর্তে ১৬০ টাকা কেজি দরে বিকোচ্ছে টোম্যাটো।”