মেয়ের আপত্তিকর একটি ভিডিয়ো ছড়িয়েছিল ইন্টারনেটে। ঘটনার প্রতিবাদ জানাতেই গুজরাটে পিটয়ে খুন করা হল মেয়েটির সেনাকর্মী বাবাকে।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি বিএসএফ জওয়ান। শনিবার গুজরাতের চাকলাসি গ্রামে মেয়ের এক সহপাঠীর বাড়িতে যান ওই জওয়ান। ১৫ বছরের এক কিশোরই ওই আপত্তিকর ভিডিয়ো অনলাইনে পোস্ট করেছিল বলে অভিযোগ। পরিবারকে সঙ্গে নিয়ে তারই জবাব চাইতে কিশোরের পরিবারের কাছে গিয়েছিলেন ব্যক্তি। অভিযোগ, পরিবারের সদস্যরা প্রকাশ্যেই পিটিয়ে মারেন ওই জওয়ানকে। এই একটি খুনের মামলা দায়ের করেছে পুলিশ।
এফআইআরে বলা হয়েছে, দুই পরিবার মুখোমুখি হলে সেনাকর্মী এবং তাঁর পরিবারের সদস্যদের অপমানজনক কথা বলে আক্রমণ করেন অভিযুক্ত পরিবার। তার প্রতিবাদ জানাতেই জওয়ানের ওপর হামলা করা হয়।