স্বাধীনতা দিবস (Independence Day 2022) উপলক্ষে নতুন অফার নিয়ে এল বিএসএনএল (BSNL)। তিনটি রিচার্জ প্ল্যানে ৩০০ টাকারও বেশি ছাড় দিচ্ছে রাষ্ট্রায়ত্ত্ব টেলিকম সংস্থাটি । ৪৪৯, ৫৯৯ ও ৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানে ছাড় দেওয়া হচ্ছে । ৭৫ দিনের ভ্যালিডিটি । অর্থাৎ ৭৫ দিনই বিশেষ ছাড়ের সুবিধা পাওয়া যাবে । তবে, বিএসএনএল ইন্ডিপেন্ডেন্স ডে ২০২২ (BSNL Independence Day Offer) অফারটি কেবল মাত্র নতুন গ্রাহকদের জন্যই উপলব্ধ হবে । এছাড়াও বিএসএনএল তার গ্রাহকদের কেওয়াইসি চলাকালীন অফার প্ল্যানটি বেছে নেওয়ার অনুমতি দেবে ।
বিএসএনএলের এই স্বাধীনতা দিবসের অফার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক...
আরও পড়ুন, Swastha Sathi: এবার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের
৪৪৯ ও ৫৯৯ টাকার প্ল্যান
৪৪৯ ও ৫৯৯ টাকার প্ল্যান দু'টি এখন মাত্র ২৭৫ টাকাতেই রিচার্জ করা যাবে । প্ল্যান দুটিরই অফার একই থাকছে । কিন্তু, প্ল্যানের ৭৫ দিনের ভ্যালিডিটি শেষ হয়ে গেলে গ্রাহককে পরবর্তীতে ৪৪৯ ও ৫৯৯ টাকা খরচ করেই প্ল্যানটি পুনরায় রিচার্জ করাতে হবে ।
৯৯৯ টাকার প্ল্যান
৯৯৯ টাকার প্ল্যানের রিচার্জ করা যাচ্ছে মাত্র ৭৭৫ টাকায় । এই অফারের ভ্যালিডিটিও ৭৫ দিন । এই প্ল্যানে ১৫০Mbps হাইস্পিড ডেটা মিলবে । একাধিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম অফার থাকবে প্ল্যানটিতে । সেই তালিকায় রয়েছে, ডিজ়নি প্লাস হটস্টার, হাঙ্গামা, সনি লিভ, জ়ি ফাইভ, ভুট, ইউপ টিভি এবং লায়ন্সগেট ।