দেশের প্রত্য়ন্ত অঞ্চলগুলিতে ইন্টারনেট পরিষেবা ছড়িয়ে দিতে আগামী জুন মাসে ৩০ হাজার ওয়াইফাই (WiFi) হটস্পট কেন্দ্র চালু করতে চলেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল (BSNL)। এখবর জানিয়েছেন কেন্দ্রীয় সংস্থা ‘ডট’ (Department of Telecommunications)-এর ডিডিজি-ডিএস বিবেক নারায়ণ।
প্রাইম মিনিস্টার্স ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেস (PM-WANI) প্রকল্পের মাধ্যমে বিএসএনএল দেশ জুড়ে ৩০ হাজার হটস্পট কেন্দ্র স্থাপন করবে। ব্রডব্যান্ড ইন্ডিয়া ফোরাম (BIF) -এর এক অনুষ্ঠানে বিবেক নারায়ণ জানিয়েছেন, সরকারের উদ্দেশ্য দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া। তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, উত্তর প্রদেশ সরকার ইতিমধ্যে রাজ্যের গ্রামগুলিতে একাধিক ইন্টারনেট হটস্পট কেন্দ্র স্থাপন করেছে। এবার কেন্দ্রীয় সরকার একই ভাবে দেশের সমস্ত রাজ্যের প্রত্যন্ত অঞ্চলগুলিতেও এমন হটস্পট তৈরির উদ্যোগ নিয়েছে। বিবেক নারায়ণ জানিয়েছেন, PM-WANI প্রকল্পকে সফল করে তুলতে ডট ইতিমধ্যে ইউনিভার্সাল সার্ভিস অবলিগেশন ফান্ড (USOF) কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছে। তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলগুলিও এভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবার আওতায় এলে তাতে সামগ্রিকভাবে দেশের অর্থনীতির উন্নতি হবে।