গোটা শরীর ঢাকা বোরখায়। পিঠে রয়েছে সুইগির ব্যাগ। তাঁর নাম রিজওয়ানা। সোশ্যাল মিডিয়ার নতুন সেনসেশন! মহিলার সেই ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। কাঁধে সুইগির ব্যাগ নিয়ে মহিলার ছবিটি কয়েক ঘণ্টার মধ্যে ভাইরাল হওয়ার পরেই নেটিজেনরা রিজওয়ানাকে প্রশংসায় ভরিয়ে দেন। অবশেষে, সামনে আসে সত্য! জানা গিয়েছে ৪০ বছর বয়সী রিজওয়ানা কোনও খাদ্য সরবরাহকারী সংস্থার এজেন্ট নন। তিনি আসলে গৃহকর্মী হিসাবে কাজ করেন।
তিনি বিভিন্ন ডিসপোজেবল জিনিসপত্র বাড়ি বাড়ি ঘুরে বিক্রি করেন। কিন্তু, যে ব্যাগে করে সেই জিনিসপত্রগুলি বহন করতেন, তা ছিঁড়ে যাওয়ায় মাত্র ৫০ টাকা দিয়ে সুইগির একটি ব্যাগ কিনে নিন।
আর, সেখান থেকেই শুরু হয় বিভ্রম!
লখনউ'র জগৎনারায়ণ রোডের জনতা নগরী কলোনিতে দাঁড়িয়ে রিজওয়ানা আরও বলেন, তিনি দিনরাত পরিশ্রম করে রোজগার করেন, যাতে তিনি তাঁর ৩ সন্তানকে ঠিকভাবে পড়াশোনা করাতে পারেন।