ইতিহাস গড়লেন সিয়াচেন ওয়ারিয়র্সের ক্যাপ্টেন ফতিমা ওয়াসিম। প্রথম মহিলা মেডিক্যাল অফিসার হিসাবে একটি 'অপারেশনাল পোস্টে' তিনি দায়িত্ব পালন করবেন সিয়াচেন হিমবাহে। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে এ কথা জানানো হয়েছে।
ভারতীয় সেনা জানিয়েছে, ১৫,২০০ ফিট উচ্চতায় দায়িত্ব পালন করবেন ফতিমা। তিনি সিয়াচেন ব্যাটল স্কুলে কঠিন প্রশিক্ষণ নিয়ে তৈরি করেছেন নিজেকে। এই সংক্রান্ত একটি ভিডিও আপলোড করেছে ভারতীয় সেনা।
Kolkata Tram: কলকাতার চারটি রুটে চলবে ট্রাম, হাই কোর্টের ক্ষোভপ্রকাশের পরেই জানাল পরিবহন দফতর
এই মাসের শুরুতে স্নো লেপার্ড ব্রিগেডের ক্যাপ্টেন গীতা কাউল প্রথম মহিলা মেডিক্যাল অফিসার হিসাবে সিয়াচেনে নিয়োগ পেয়েছিলেন। তাঁর ধারাবাহিকতাতেই ফতিমা বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্রে অপারেশনাল পোস্টে নিয়োগ পেলেন।