প্রকাশ্য রাস্তায় এক যুবকের উপর ছুরি দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল চার দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর পূর্ব দিল্লির শাস্ত্রী পার্ক এলাকায়। ওই ঘটনার একটি cctv ফুটেজও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আহতের নাম শামির আহম্মেদ। এবং অভিযুক্তরা হলেন, বিলাল, সৌদ, ফিরোজ এবং সালিম।
কী দেখা গিয়েছে CCTV-তে?
ওই ভিডিও-তে দেখা গিয়েছে চার যুবক আচমকা শামিরের উপর হামলা চালায়। এবং রাস্তায় ফেলে লাথি মারা হয়। কিছুক্ষণ পরেই অবশ্য তাঁরা সেখান থেকে চম্পট দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে শামিরকে।
যদিও ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তা জানা যায়নি। ইতিমধ্যে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।