দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই হানা। সংবাদ সংস্থা সূত্রে খবর, সিসোদিয়ার বাড়িতে শুক্রবার সকালে হানা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাঁর বাড়ির পাশাপাশি ২০টি এলাকায় হানা দেয় সিবিআই। সিবিআইকে স্বাগত জানিয়েছেন সিসোদিয়া। জানা গিয়েছে, দিল্লি আবগারি নীতিতে অনিয়মের অভিযোগে সিবিআই তল্লাশি চালিয়েছে। আগেই এই নিয়ে এফআইআর দায়ের করেছিল সিবিআই।
সিবিআই অভিয়ান নিয়ে টুইটারে দিল্লির উপমুখ্যমন্ত্রী লেখেন, "সিবিআই এসেছে, ওদের স্বাগতম। আমরা খুবই সৎ। এটা খুবই দুর্ভাগ্যজনক যে, দেশে যারা ভাল কাজ করেন, তাঁদেরকেই হেনস্থা করা হচ্ছে। এই কারণে দেশ এক নম্বর হতে পারল না।"
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, আগের তল্লাশি অভিযানে সিবিআই কিছুই পায়নি। এবারও কিছু পাওয়া যাবে না। প্রাক্তন উপরাজ্যপাল অনিল বাইজল মদের দোকান খোলা নিয়ে মন্ত্রিসভার নীতিতে প্রথমে অনুমোদন দিয়েছিলেন বলে দাবি দিল্লির মুখ্যমন্ত্রীর। পরে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন। এর জেরে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি দিল্লি সরকারের। কেজরিওয়াল জানান, তাঁর আশা সিবিআই স্বচ্ছ তদন্ত করবে।