শুক্রবার প্রকাশিত হল সিবিএসই দ্বাদশ (CBSE 12th) শ্রেণির ফল। পাশের হার ৯২.৭১ শতাংশ।
পাশের হারে সবথেকে এগিয়ে রয়েছে দাক্ষিণাত্য (South India)। ৯৮.৮৩ শতাংশ পাশের হার নিয়ে প্রথম স্থানে রয়েছে ত্রিবান্দ্রম। ৯৮.১৬ শতাংশ পাশের হার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু ও ৯৭.৭৯ শতাংশ পাশের হার নিয়ে তৃতীয় স্থানে হয়েছে চেন্নাই। উল্লেখ্য, চলতি বছরে দুই দফায় সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছিল।
রেজাল্ট জানতে সিবিএসই.গভ.ইন ( cbse.gov.in) ঠিকানায় গিয়ে ফলাফল ডাউনলোড করুন।
সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন , ইতিমধ্যেই দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের ফলপ্রকাশ করেছে।ছাত্র- ছাত্রীরা সিবিএসইরেজাল্টস.নিক.ইন এবং রেজাল্টস.নিক.ইন (cbseresults.nic.in and results.cbse.nic.in) ওয়েবসাইটেও যাবতীয় তথ্য মিলবে।
চলতি বছরে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৪,৪৪৩,৪২ জন। উত্তীর্ণ হয়েছে, ১৪৩৫৩৬৬ জন।