প্রকাশিত সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা CBSE-এর দ্বাদশ শ্রেণির রেজাল্ট৷ এবছর মোট পাসের হার ৮৭.৩৩%। গতবছরের তুলনায় ৫.৪% কমেছে পাসের হার। গতবছর পাসের হার ছিল ৯২.৭১ শতাংশ।মেয়েদের পাসের হার ছেলেদের তুলনায় বেশি।
পরীক্ষার্থীরা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) অফিসিয়াল ওয়েবসাইট cbseresults.nic.in এবং results.cbse.nic.in থেকে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। শিক্ষায় অস্বাস্থ্যকর প্রতিযোগিতা এড়াতেই কোনও মেধাতালিকা প্রকাশ করেনি বোর্ড। বোর্ডের তরফে জানানো হয়েছে, যে ০.১ শতাংশ পড়ুয়ারা সর্বোচ্চ নম্বর পেয়েছেন, তাঁদের শংসাপত্র বা সার্টিফিকেট প্রদান করা হবে।