নইম আহমেদ খানের দল জম্মু কাশ্মীর ন্যাশনাল ফ্রন্টকে UAPA ধারায় পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, বেআইনি কার্যকলাপের জন্য ওই দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
কেন্দ্র জানিয়েছে JKNF-এর একাধিক সদস্য দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত। দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। JKNF-এর সদস্যরা বহিরাগত জঙ্গিদের মদত দেয়। কেন্দ্রের মতে, ভারত বিরোধী চক্রান্ত, তথ্যপাচার করেন ওই সদস্যরা।
কেন্দ্র জানিয়েছে, JKNF সদস্যরা কাশ্মীরের একাধিক জায়গায় বিক্ষোভ, প্রতিবাদ করে উত্তেজনা ছড়ান। জঙ্গিদের মদত, নিরাপত্তারক্ষীদের উপর পাথর ছোড়াতেও যুক্ত তাঁরা। স্থানীয়দের উসকানি দেন বলেও অভিযোগ তাঁদের বিরুদ্ধে।