নতুন বছরে শুরু হচ্ছে কোভিড টিকাকরণ (Covid Vaccination)। ১৫-১৮ বছর বয়সিদের টিকা দেওয়া শুরু হবে। শুরু হবে স্বাস্থ্যকর্মী (Health Workers), করোনাযোদ্ধা (Covid Warriors) সহ কো-মর্বিডিটি সম্পন্ন ষাটোর্ধ্বদের প্রিকশন ডোজ (Precaution Dose)। কীভাবে সম্পন্ন হবে এই কর্মসূচি। রাজ্যগুলোকে নির্দেশ দিল কেন্দ্র।
মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ (Rajesh Bhushan) একটি ভার্চুয়াল বৈঠক করেন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর স্বাস্থ্যকর্তাদের সঙ্গে। কীভাবে টিকাকরণ অভিযান চলবে, তা নিয়ে একটি লিখিত নির্দেশিকা জারি করেছে কেন্দ্র।
আরও পড়ুন: করোনা-যুদ্ধে দুটি ভ্যাকসিন ও একটি অ্যান্টি-ভাইরাল ড্রাগকে ছাড়পত্র কেন্দ্রের
নির্দেশিকায় বলা হয়েছে,
১৫ থেকে ১৮ বছরের টিকাকরণ শুরু হবে আগামী ৩ জানুয়ারি থেকে। ১০ জানুয়ারি থেকে স্বাস্থ্যকর্মী, করোনা যোদ্ধা এবং কো-মর্বিডিটি সম্পন্ন ষাটোর্ধ্বদের থাকবে প্রি-কশন ডোজ।
কো-মর্বিডিটির প্রমাণ হিসেবে চিকিৎসকের শংসাপত্র বা প্রেসক্রিপশনের প্রয়োজন নেই। তবে প্রি-কশন টিকা নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে।
১৫ থেকে ১৮ বছর বয়সিরা দুভাবেই নাম নথিভুক্ত করতে পারবেন। কো-উইন অ্যাপের মাধ্যমে অনলাইনে করা যাবে। স্থানীয় কেন্দ্রে গিয়েও নাম লেখানেো যাবে। মোবাইলে কো-উইন অ্যাপে নাম নথিভুক্ত করা যাবে ১ জানুয়ারি থেকে। কেন্দ্রে নথিভুক্তের কাজ শুরু হবে ৩ জানুয়ারি থেকে।
১৫-১৮ বছরের টিকা কেন্দ্র আলাদা করার পরামর্শ দিয়েছে কেন্দ্র। একই কেন্দ্রে থাকবে আলাদা দল। আলাদা লাইনের ব্যবস্থাও থাকবে।
ভোটকর্মীদের করোনা যোদ্ধা হিসেবে গণ্য করা হবে। করোনা যোদ্ধাদের দ্বিতীয় টিকা নেওয়ার পর ৯ মাস বা ৩৯ সপ্তাহ পর প্রি-কশন ডোজ নিতে হবে।
১৫ থেকে ১৮ বছর বয়সিদের শুধু কোভ্যাক্সিন দিতে হবে। এই টিকাই তরুণ-তরুণীদের জন্য ছাড়পত্র পেয়েছে।
রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, বাংলায় ১৫ থেকে ১৮ বছর বয়সিদের সংখ্যা ৪৮ লক্ষ ২৩ হাজার। তাঁদের সবাইকেই টিকা দেওয়া হবে।