LPG সিলিন্ডার নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। উজ্জ্বলা প্রকল্প-সহ রান্নার গ্যাসে ভর্তুকি পেতে গেলে বায়োমেট্রিক তথ্য দিতে হবে সরকারকে। গ্রাহকদের আঙুলের ছাপ, চোখের মণির ছবি, মুখের ছবি দিতে হবে। গ্যাস বিক্রেতা সংস্থাগুলিকে এই KYC জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রের নির্দেশিকায় কোনও সময়সীমা উল্লেখ করা না হলেও, গ্যাস বিক্রেতাদের দাবি ৩১ ডিসেম্বরের মধ্যেই এই তথ্য দিতে হবে। না হলে বন্ধ হয়ে যেতে পারে গ্যাস সিলিন্ডারের ভর্তুকি।
তবে কেন্দ্রের এই নির্দেশিকা গ্রাহকদের জন্য জারি করেনি কেন্দ্র। ডিলারদের একাংশের দাবি, তাঁদের কাছে এই নির্দেশিকা এসেছে। অধিকাংশ গ্রাহক মনে করছেন, আগামী বছর থেকে গ্যাসের ভর্তুকি বন্ধ হয়ে যেতে পারে।
এত অল্প সময়ের মধ্যে কীভাবে এই বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হবে, তা নিয়ে বিক্রেতা-গ্রাহক দুই পক্ষেই বিভ্রান্তি দেখা দিয়েছে। গ্যাস বিক্রেতা সংস্থাদের আশঙ্কা, নির্দিষ্ট সময় KYC আপডেট না করা হবে তাঁদের বিরুদ্ধে হয়তো পদক্ষেপ করা হবে।