অষ্টম পে কমিশনের (8th Pay Commission) জন্য অধীর আগ্রহে তাকিয়ে আছেন দেশের সব সরকারি কর্মচারীরা (Govt Employee)। এবার সপ্তম পে কমিশনে ডিয়ারনেস অ্যালোয়েন্স (DA) কবে থেকে বাড়বে, তা নিয়ে ইঙ্গিত দিয়েছে কেন্দ্র। সোমবার সংসদে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী (Pankaj Chudhary) সাফ জানিয়ে দিয়েছেন, সরকারি কর্মচারীদের জন্য অষ্টম পে কমিশন আসার কোনও সম্ভাবনা নেই।
সংসদে বাদল অধিবেশন চলাকালীন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী বলেন, "কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এখনও অষ্টম পে কমিশন আসার কোনও প্রস্তাব বিবেচিত হয়নি।" সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, সংসদে লিখিত জবাবে কেন্দ্র জানিয়েছে, যদি নির্ধারিত সময় সরকারি কর্মচারীদের জন্য পে কমিশন গঠন করতে হয়, তবে তা হবে ২০২৬ সালের ১ জানুয়ারি। তার আগে নয়।
মুদ্রাস্ফীতির (Inflition) নিরিখে প্রত্যেক ছয় মাস অন্তর সরকারি কর্মচারীদের মাসিক বেতন বর্তমান বাজারদর অনুযায়ী সঠিক কিনা, তা খতিয়ে দেখে কেন্দ্র। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রালয়ের অধীনে তা পরিমাপ করা হয়। কেন্দ্রীয় মন্ত্রকের শ্রম ব্যুরো এই মাসিক বেতন পরিমাপ করে। তারপরই সরকারি কর্মচারীদের ডিএ বাড়ে (DA Hike News)।
আরও পড়ুন: ৭২ হাজার টাকা পেনশন, বিবাহিত দম্পতিদের জন্য বিশেষ সুযোগ কেন্দ্র সরকারের
১৯৪৭ সাল থেকে এখনও পর্যন্ত সপ্তম পে কমিশন (7th Pay Commission) গঠন করেছে কেন্দ্র। শেষ পে কমিশন গঠন হয়েছিল ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে। ওই কমিশন কার্যকর হয় ২০১৬ সাল থেকে। সপ্তম পে কমিশনে এখনও পর্যন্ত ডিএ বৃদ্ধি নিয়ে কোনও ঘোষণা শোনা যায়নি। তবে খুব তাড়াতাড়ি ডিএ বাড়াতে পারে কেন্দ্র।