কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। শীঘ্রই বাড়তে পারে তাঁদের মহার্ঘ ভাতা বা ডিএ (DA)। শুধু কর্মচারী নন, পেনশন ভোগীদের জন্যও ডিএ (DA Hike) বাড়ানো হবে বলে জানা গিয়েছে।
সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, মার্চ মাসেই চার শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। আগামিদিনে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে বর্তমান ডিএ ৩৮ শতাংশ থেকে বেড়ে দাঁড়াবে ৪২ শতাংশে। ফলে উপকৃত হবেন দেশের ১ কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী।
আরও পড়ুন- স্ত্রীকে মারধর, হেনস্থার অভিযোগ, বিনোদ কাম্বলির বিরুদ্ধে FIR দায়ের
গত ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হয়েছিল। যা ২০২২ সালের জুলাই মাস থেকে কার্যকর হয়েছে। বর্তমানে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি হলে তা কার্যকর হওয়ার সম্ভবনা রয়েছে ১ জানুয়ারি ২০২৩ থেকে। ফলে, দোলের সময় মোটা টাকা পকেটে ঢুকতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের।