শনিবার সন্ধ্যায় চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে চন্দ্রযান ৩। উৎক্ষেপণের ২২ দিন পর চাঁদের মাধ্যাকর্ষণে প্রবেশ মহাকাশযানের। মূল গন্তব্যে পৌঁছতে অনেকটা সময় বাকি। চাঁদের মাটি ছোঁয়ার আগে বেশ কয়েকটি চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন ইসরোর বিজ্ঞানীরা।
শনিবার সন্ধ্যা ৭টা ১২ মিনিটে চাঁদের কক্ষপথে ঢোকার প্রক্রিয়া শুরু হয়। মোট ১৮৩৫ সেকেন্ডে তা সফলভাবে করা গিয়েছে। চাঁদের মাধ্যাকর্ষণ পৃথিবীর থেকে ৬ গুণ কম। তাই ধীরে ধীরে গতি কমিয়ে ল্যান্ডিং করতে হবে। চন্দ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার দূরে চন্দ্রযান ৩।
গতবার ল্যান্ডিংয়ের সমস্যায় পড়েছিল চন্দ্রযান। এবার ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানকে নিয়ে কঠিনতম পরীক্ষার মুখে পড়বে ইসরো। ২৩ অগাস্ট বিকেল ৫টা ৪৭ মিনিটে চন্দ্রপৃষ্ঠে ল্যান্ডিং করবে চন্দ্রযান ৩। সব ঠিকঠাক থাকলে, ভারতের মহাকাশ গবেষণা অন্য মাত্রা পাবে।