চাঁদের কক্ষপথে (Lunar Orbit) ঢুকে পড়ল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৈরি চন্দ্রযান-৩ (Chandrayaan 3)। শনিবার সন্ধ্যায় নির্বিঘ্নেই চাঁদের কক্ষপথে প্রবেশ করে চন্দ্রযান। এই মুহূর্তের জন্য দিন গুনছিল গোটা দেশ।
পৃথিবীর মাধ্যাকর্ষণের টান কাটিয়ে আগেই বেরিয়ে গিয়েছিল চন্দ্রযান ৩। শনিবার তা চাঁদের কক্ষপথে ঢুকে পড়ে। পৃথিবীর একমাত্র উপগ্রহের দিকে এবার এগিয়ে যাওয়া সময়ের অপেক্ষায চাঁদের মাধ্যাকর্ষণ পৃথিবীর ছয় ভাগ। ধীরে ধীরে এগোতে হবে এবার ভারতীয় মহাকাশযানকে। এরপরই ল্যান্ডিংয়ের আসল পরীক্ষা ভারতীয় বিজ্ঞানীদের। চাঁদের দক্ষিণ মেরুতে নামবে ল্যান্ডার বিক্রম। এবার সফল হলে ভারতের মহাকাশ গবেষণা বড় মাত্রা পাবে।
আরও পড়ুন: যুগান্তকারী আবিষ্কার! চাঁদে জলকণার খোঁজ পেল ইসরোর এক যন্ত্র
চাঁদের মাটিতে প্রথম পা রেখেছিলেন আমেরিকার মহাকাশচারী নীল আর্মস্ট্রং। শনিবারই তাঁর ৯৩তম জন্মবার্ষিকী। ২৩ অগাস্ট সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটে রোডার প্রজ্ঞানকে নিয়ে সফট ল্যান্ডিং করবে ল্যান্ডার বিক্রম। চার বছর আগে এই পর্যায়েই ধাক্কা খেয়েছিল ভারত।