ঘুম ভাঙল না প্রজ্ঞান ও বিক্রমের । ইসরোর তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, চন্দ্রযান ৩-এর (Chandryaan 3 ) ল্যান্ডার ও রোভারের সঙ্গে যোগাযোগ করা যায়নি । উল্লেখ্য, সেপ্টেম্বরের প্রথম দিকেই নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছিল বিক্রম ও প্রজ্ঞানকে । চাঁদে সূর্য উঠলে ফের ঘুম ভাঙানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছিল ইসরো । ২২ সেপ্টেম্বর ল্যান্ডার ও রোভারকে সক্রিয় করার চেষ্টা করা হলেও সফল হয়নি ইসরো ।
ইসরো-র তরফে জানানো হয়েছে, বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল । কিন্তু, তাদের কাছ থেকে কোনও সিগন্যাল এসে পৌঁছয়নি । কোনও সাড়া মিলছে না । তবে, যোগাযোগের চেষ্টা তারা চালিয়ে যাবে বলে জানিয়েছে ইসরো (ISRO) ।
আরও পড়ুন, Train Accident Compensation: ট্রেন দুর্ঘটনার ক্ষতিপূরণের অঙ্ক ১০ গুণ বাড়াল ভারতীয় রেল
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে স্লিপিং মোডে প্রজ্ঞান। ইসরো সূত্রে খবর , চাঁদে বুধবারই সূর্যোদয় হয়েছে, কিন্তু সেই ছবি ধরতে পারেনি প্রজ্ঞান। হিমশীতল আবহাওয়ায় যন্ত্রগুলি অকেজো হয়ে রয়েছে, খানিক তাপ না পেলে তা সচল হওয়া সম্ভব নয়। কিন্তু এখনই সূর্যের থেকে তাপ নিতে পারবে না ইসরোর এই চন্দ্রাযান। ঠিক মতো তাপ পেলে রিচার্জড হবে রোভার প্রজ্ঞান ও ল্যান্ডার বিক্রম । তারই অপেক্ষায় দিন গুনছে ইসরো।