ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীরা শনিবার চন্দ্রযান-৩ মহাকাশযানের প্রথম কক্ষপথ উত্থাপনের কৌশল সম্পাদন করেছেন, এমনটাই জানিয়েছে ISRO। মহাকাশযানের স্বাস্থ্য "স্বাভাবিক" ছিল।
চন্দ্রযান-3 এখন একটি কক্ষপথে রয়েছে, যা পৃথিবীর সবচেয়ে কাছে এলে দূরত্ব হয় ১৭৩ কিলোমিটার এবং পৃথিবী থেকে সবচেয়ে দূরে দূরত্ব ৪১, ৭১২ কিলোমিটার।
"চন্দ্রযান-৩ মিশন আপডেট: মহাকাশযানের স্বাস্থ্য স্বাভাবিক। প্রথম কক্ষপথ উত্থাপন কৌশল (আর্থবাউন্ড ফায়ারিং-১) সফলভাবে ISTRAC/ISRO, বেঙ্গালুরুতে সম্পাদিত হয়েছিল। মহাকাশযান এখন 41762kms x 173kms কক্ষপথে রয়েছে," ISRO বলেছে।
১৪ জুলাই ISRO সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র, শ্রীহরিকোটা থেকে তার চাঁদ অনুসন্ধান কার্যক্রমের তৃতীয় সংস্করণ সফলভাবে চালু করেন, যার লক্ষ্য চাঁদের অনাবিষ্কৃত দক্ষিণ মেরুতে একটি নরম অবতরণ করা যা ভারতকে একটি বিরল কৃতিত্ব অর্জন করবে