সালটা ২০১৯। চন্দ্রযান ২ উৎক্ষেপনের আগে ইসরোর তরফে একটি টুইট করা হয়েছিল। জানতে চাওয়া হয়েছিল চন্দ্রযানের সঙ্গে কী কী জিনিস পাঠানো যেতে পারে। সেইমতো লম্বা তালিকাও তৈরি হয়েছিল। এবার ওই তালিকা থেকে ২টি সামগ্রী স্থান পেয়েছে তৃতীয় চন্দ্রাভিযানে।
জানা গিয়েছে, চন্দ্রযান ৩ এর সঙ্গে পাঠানো হয়েছে একটি অশোক স্তম্ভ এবং একটি ইসরোর প্রতীক। বিভিন্ন তথ্য অনুসন্ধানের পাশাপাশি চাঁদের মাটিতে অশোক স্তম্ভ এবং ইসরোর প্রতীকের ছাপ এঁকে দেবে চন্দ্রযানের রোভার প্রজ্ঞান।
জানা গিয়েছে, ৪০ দিন পর চাঁদের মাটি স্পর্শ করার সম্ভাবনা রয়েছে রোভার প্রজ্ঞানের। তারপর চাঁদের যে অঞ্চল দিয়ে প্রজ্ঞান যাতায়াত করবে সেখানে অশোক স্তম্ভ এবং ইসরোর প্রতীক একে দেওয়া হবে।
শুক্রবার শ্রীহরিকোটা থেকে সফল উৎক্ষেপন হয়েছে চন্দ্রযানর ৩-এর। তবে এখনও প্রায় ১ মাস পর চাঁদের মাটি স্পর্শ করবে রোভার প্রজ্ঞান।