অবশেষে পঞ্চম কক্ষপথে যাত্রা পরিপূর্ণ করল চন্দ্রযান তিন। ইসরোর তরফে মঙ্গলবার এই খবর জানানো হয়েছে। এরপর পৃথিবীর মাধ্যাকর্ষণের বাইরে চন্দ্রযান ৩-কে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে সেই কাজও শুরু হয়ে গেছে বলে জানা গিয়েছে।
গত ১৪ জুলাই অন্দ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে যাত্রা শুরু করেছিল ভারতের তৃতীয় চন্দ্রযান। আপাতত পৃথিবীর কক্ষপথে অবস্থান করলেও মঙ্গলবার থেকেই তাকে চাঁদের কক্ষপথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ISRO।
জানা গিয়েছে, আগামী ৩১ জুলাই পর্যন্ত ওই প্রক্রিয়া চালু থাকবে। এবং ১ অগাস্টে চাঁদের কক্ষপথে পুরোপুরি প্রবেশ করে যাবে চন্দ্রযান। এছাড়াও, যে সময়ে চন্দ্রযান থেকে চাঁদের দূরত্ব ১০০ মিটার থাকবে ঠিক সেইসময় থেকে অবতরণের চেষ্টা করবে ল্যান্ডার।
Read More- ইসরোর চন্দ্রযান মিশনে বাঙালি যুবক নীলাদ্রি, ব্যাপক খুশি মছলন্দপুর
উৎক্ষেপনের সময় চন্দ্রযান তিনের গতিবেদ ছিল ৩৬৯৬৮ কিলোমিটার প্রতি ঘণ্টা। অর্থাৎ প্রথম কক্ষপথে প্রতি সেকেন্ডে ১০.২৬৯ কিমি বেগে পাক খাচ্ছিল চন্দ্রযান। যদিও পৃথিবীর কক্ষপথ পুরোপুরি ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় গতিবেগ আরও বাড়বে।