নাম রাজকুমার হলেও ভাগ্য এমনিতে ততোটা প্রসন্ন নয়, পেশায় ট্যাক্সিচালক। ব্যাঙ্কের অ্যাকাউন্টে ১০৫ টাকা। কিন্তু ঘুম থেকে উঠেই হিসেবটা পাল্টে গেল। রাজকুমার দেখলেন অ্য়াকাউইন্ট ব্যালেন্স ৯০০০ কোটি টাকা! আজ গল্প হলেও সত্যি-তে থাকছে চেন্নাইয়ের ট্যাক্সি চালকের গল্প।
প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারেননি রাজকুমার। কয়েক ঘণ্টায় ধনকুবের হলেন কী ভাবে? ব্যাপারটা সত্যি কিনা বুঝতে এক বন্ধুকে ২১ হাজার টাকা ট্রান্সফারও করেন রাজকুমার। দিন কয়েক আগে রাজকুমারের মোবাইলে মেসেজ আসে, তামিলনাড়ু মার্কেন্টাইল ব্যাঙ্ক থেকে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৯,০০০ কোটি টাকা জমা করা হয়েছে।
তবে সবটাই ভুল বশত। মাত্র আধ ঘণ্টা পরই তাকে ব্যাঙ্ক থেকে ফোন করে জানিয়ে দেওয়া হয় সে কথা। কয়েক মিনিটের মধ্যেই অ্যাকাউন্ট ফের খালি! সমস্ত টাকা ফিরিয়ে নেয় সেই ব্যাঙ্ক।