বিয়েবাড়ির আনন্দ নিমিষেই বদলে গেল বিষাদে। বিয়েবাড়ি যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা। গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ১১। মৃতদের মধ্যে পাঁচ মহিলা ও দুই শিশুও রয়েছে। ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের ৩০ নম্বর জাতীয় সড়কের জাগতারা গ্রামের কাছে। পলাতক ট্রাক চালক। তার খোঁজ করছে পুলিশ। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।
জানা গিয়েছে, মৃতরা সকলে ধমতারি জেলার সোরাম-ভাটগাঁও গ্রামের বাসিন্দা। বুধবার রাতে একটি বোলেরো চেপে কানকের জেলার মারকোটালো গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।
৩০ নম্বর জাতীয় সড়কের কাছে আচমকাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান ১০ জন। এক শিশুকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর চিকিৎসার জন্য শিশুটিকে রায়পুরে স্থানান্তরিত করা হলে হাসপাতালেই মৃত্যু হয় খুদের। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।