ভারতের বর্তমান প্রধান বিচারপতি হিসেবে কিছুদিন দায়িত্ব পালনের পরেই সুপ্রিম কোর্টের পরবর্তী বিচারপতির নাম প্রস্তাব করলেন উদয় উমেশ ললিত (U U Lalit)। মঙ্গলবার শীর্ষ আদালতের বিচারপতিদের নিয়ে আয়োজিত বৈঠকে উত্তরসূরী হিসেবে নিজের ছেলে ডি ওয়াই চন্দ্রচূড়ের নাম প্রস্তাব করে কেন্দ্রকে চিঠি দিয়েছেন ললিত।
আরও পড়ুন: Swatika Mukherjee: ʼনিজেরটা নিজেই বুঝে নিইʼ, ট্রোল প্রসঙ্গে দেবাংশুকে সপাটে জবাব স্বস্তিকার
প্রধান বিচারপতি এন ভি রমণা অবসর নেওয়ার পর চলতি বছরের ২৭ অগাস্ট প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন ললিত। চলতি বছরের নভেম্বরেই অবসর নেবেন ললিত, তারপর ৯ নভেম্বর প্রধান বিচারপতি হিসেবে কুর্সিতে বসবেন চন্দ্রচূড়। প্রথা অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত বিচারপতিই অবসরগ্রহণের আগে পরবর্তী বিচারপতির নাম প্রস্তাব করে যান। সেই প্রথা মেনেই, ললিতের সুপারিশে পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন ডিওয়াই চন্দ্রচুড়।