সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা মানুষগুলোর কাছেও জন্মদিনটা স্পেশাল হয়। তাঁদের ও এই বিশেষ দিনে নিজের মতো কিছু করতে ইচ্ছে করে। সম্প্রতি জন্মদিনে এমনই নজির গড়লেন এক জম্যাটো বয়। নিজের জন্মদিনে প্রত্যেক গ্রাহককে একটি করে চকোলেট উপহার দিলেন তিনি। করণ আপ্তে নামের ওই যুবকের সেদিন যাদেরকেই খাবার ডেলিভারি করেছেন, দিয়েছেন একটি করে চকোলেট।
Saayoni Ghosh: বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের শেষ প্রচার, তালিকায় নাম নেই সায়নী ঘোষের
তাঁর এই ভাবনা খুব প্রশংসিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জম্যাটোর তরফে তাঁকে পাঠানো হয়েছে জন্মদিনের কেক এবং ডেয়ারি মিল্ক সংস্থা তাঁকে পাঠিয়েছে চকোলেট। বার্থডে বই নিজের জন্য কিনেছিলেন একটি শার্টও।