৩০ এপ্রিল বিচারপতি ও মুখ্যমন্ত্রীদের সম্মেলনে দেশের প্রধান বিচারপতি (Chief Justice) এনভি রামানা যা বললেন তা শুনে অনেকে বলছেন, বিচার ব্যবস্থাকে যে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে সেই ইঙ্গিত স্পষ্ট। ৬ বছর বাদে ফের আয়োজিত হল এই সম্মেলন।
প্রধান বিচারপতি এনভি রামানা বলেন, ‘সরকার যদি আদালতের নির্দেশ না মানে তাহলে তা গণতন্ত্রের পক্ষে মঙ্গলময় নয়।’
বেশ কিছু ক্ষেত্রে বিচার ব্যবস্থা রায় শুনিয়ে দিলেও ইচ্ছাকৃত ভাবে সরকার নিস্ক্রিয় ভূমিকা পালন করে বলেও অভিযোগ করেন প্রধান বিচারপতি। তাঁর মতে, সরকারের এই ভূমিকা গণতন্ত্রের স্বাস্থ্য জন্য সুখকর নয়। আজকাল জনস্বার্থ মামলাগুলি ব্যক্তিত স্বার্থ মামলা হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) উপস্থিতিতে দিল্লির বিজ্ঞান ভবনে দেশের প্রধান বিচারপতি (Chief Justice) বলেন, ‘যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সরকার, সংসদ এবং বিচার ব্যবস্থা- এই তিনের কার কী ক্ষমতা তা সংবিধানে স্পষ্ট করে বলে দেওয়া রয়েছে। সেই লক্ষ্মণরেখা যাতে কোনওভাবে অতিক্রান্ত না হয়, সেই ব্যাপারে প্রত্যেকেরই সতর্ক থাকা প্রয়োজন। তাতে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, গণতান্ত্রিক ব্যবস্থাই আরও মজবুত হবে।’’