বিজেপি নেত্রী (BJP leader controversial remark) নুপূর শর্মার ‘বিতর্কিত’ মন্তব্যের পর উত্তরপ্রদেশের কানপুরে গোষ্ঠী হিংসার (Kanpur Clash) অভিযোগ । শুক্রবার বিকেল থেকে এই হিংসার জেরে ১২ জন জখম হয়েছেন। ভাঙচুর করা হয়েছে একাধিক বাড়ি এবং দোকান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, টিভি চ্যানেলে একটি অনুষ্ঠান চলাকালীন বিজেপি নেত্রী ‘বিতর্কিত’ মন্তব্য করেন। তারপরেই শুক্রবার বিকেলে কানপুরের প্যারেড চক, বেকনগঞ্জ, মেস্টন রোড সহ শহরের বিভিন্ন এলাকায় একাধিক দোকান ও বাড়িতে লুঠপাট শুরু হয়। দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে হামলা হয় পুলিশের উপর। লুঠপাট এবং হিংসায় জড়িত থাকার অভিযোগে শনিবার দুপুর পর্যন্ত ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
কানপুরের পুলিশ কমিশনার বিজয় সিংহ মিনা শনিবার বলেন, ‘‘হিংসায় জড়িতদের বিরুদ্ধে ‘গ্যাংস্টার আইন’ অনুযায়ী মামলা দায়ের করে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করা হবে।’’ পুলিশের একটি সূত্র জানাচ্ছে, কট্টরপন্থী সংগঠন ‘পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া’ (পিএফআই)-র প্ররোচনাতেই গোষ্ঠী হিংসা ছড়িয়েছে কানপুরে। কিছু দিন আগে দিল্লিতেও গোষ্ঠী সংঘর্ষের সময় ওই সংগঠনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। উল্লেখ্য, গত বুধবার পিএফআই এবং তাদের সহযোগী সংগঠনের ৩৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।