পরীক্ষা দিতে এসে হলভর্তি ছাত্রীদের দেখে নার্ভাস হয়ে জ্ঞান হারিয়ে ফেলল এক ছাত্র!বিহারের একটি পরীক্ষাকেন্দ্রে এই ঘটনা ঘটেছে । একসঙ্গে অনেক ছাত্রীকে বসে থাকতে দেখেই জ্ঞান হারিয়েছে ওই ছাত্র। পরে জ্ঞান ফিরলেও জ্বরে পড়েছে সে। ভর্তি হতে হয়েছে হাসপাতালেও। ওই ছাত্রের পরিবারই একথা জানিয়েছে।
বিহারের শরিফ আলাম্মা ইকবাল কলেজের ঘটনা৷ দ্বাদশ শ্রেণিতে পাঠরত এক ছাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে গিয়েছিল ব্রিলিয়ান্ট স্কুলে। জানা গিয়েছে, হলে ঢুকে চারিদিকে প্রচুর ছাত্রীকে বসে থাকতে দেখে ঘাবড়ে যায় সে। একসঙ্গে এতজন মেয়েকে দেখে জ্ঞান হারায় ওই পড়ুয়া। প্রাথমিক ভাবে অনেকের মনে হয়েছিল হয়তো পরীক্ষা সংক্রান্ত ভীতি ও মানসিক চাপেই অজ্ঞান হয়েছে ওই ছাত্র । কিন্তু পরে জানা যায়, ক্লাসরুমে ৫০ জন ছাত্রীর মাঝে তার পরীক্ষার সিট পড়েছিল।একসঙ্গে অতজন মেয়েকে দেখেই সে নার্ভাস হয়ে পড়ে। জ্ঞান হারায়।
Siddharth-Kiara Lovestory: সামনেই বিয়ে, সিদ্ধার্থ-কিয়ারার রূপকথার শুরুটা হল কেমন করে, রইল তারই হদিশ
ওই ছাত্রের এক আত্মীয়া জানিয়েছেন, জ্ঞান ফিরলেও তার জ্বর এসেছিল। ভর্তি করতে হয়েছিল হাসপাতালেও।