লোকসভা ভোট মিটতেই ফের কেন্দ্রীয় সরকারের উপর চাপ তৈরি করল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত লোকসভায় পাস হওয়া ফৌজদারি আইন অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন তিনি। চিঠিতে ওই আইন পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।
ফৌজদারি আইন পাস করানোর সময় ১৪৬ জন সাংসদকে বহিষ্কার করা হয়েছিল। এবং তারপরেই ওই বিল পাস করানো হয়েছিল। নরেন্দ্র মোদীকে লেখা ওই চিঠিতে মুখ্যমন্ত্রী পুরো আইনটির তীব্র নিন্দা করেছেন। পুরো পদ্ধতিটিকে স্বৈরাচারী বলেও আখ্যায়িত করেছেন তিনি।
Read More- জামিন পেলেও এখনই ছাড়া পাচ্ছেন না অরবিন্দ কেজরিওয়াল? কারণ কী?
গত বছরেই দণ্ড আইনের খসড়া প্রকাশ্যে এনেছিল মোদী সরকার। তখন থেকেই তীব্র প্রতিবাদ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, কেন্দ্রীয় সরকার এই আইন চালু করার মাধ্যমে স্বেচ্ছাচারী ব্যবস্থা চালু করতে চাইছে। এমনকি লোকসভা নির্বাচনের প্রচারেও এই বিষয়টিকে হাতিয়ার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।