কার্যত জল্পনার অবসান। ঘোষণা না হলেও কংগ্রেসের একটি সূত্রে থেকে দাবি করা হল, উত্তরপ্রদেশের রায়বরেলি থেকে প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী। কেরলের ওয়াইনাড আসন থেকে ফের উত্তরপ্রদেশের আমেঠিতে ফিরিয়ে আনা হচ্ছে রাহুল গান্ধীকে। বুধবার কংগ্রেসের একটি শীর্ষ সূত্র থেকেই এই দাবি করা হয়েছে।
ইন্ডিয়া জোটের আসন রফায় উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত ১৭টি আসন কংগ্রেসকে ছেড়েছে সমাজবাদী পার্টি। এই বছরই রায়বারেলি আসন থেকে ইস্তাফা দিয়েছেন সনিয়া গান্ধী।
গুজরাত থেকে রাজ্যসভায় গিয়েছেন তিনি। তার আগে থেকেই অবশ্য কেন্দ্রে প্রার্থী হিসাবে প্রিয়াঙ্কার নামই উঠে আসছিল। এদিন, আকবর রোডের একাংশ থেকে দাবি করা হয়েছে, আগামী দিনেই এই ব্যাপারে সরকারি ঘোষণা হবে।
আগেই ঠিক হয়ে গিয়েছিল কেরলের ওয়াইনাড থেকে ফের আমেঠিতে ফিরছেন রাহুল। কারণ, ওই কেন্দ্রে এবার প্রার্থী ইন্ডিয়া জোটের শরিক বাম প্রার্থী। সিপিআই ওই কেন্দ্রে আগেই অ্যানি রাজার নাম ঘোষণা করে দিয়েছে।