'সত্যি বলার সাজা পেলেন', রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করার সিদ্ধান্তে এমনই প্রতিক্রিয়া কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খারগের। মোদী পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের মামলায় রাহুল গান্ধীর ২ বছরের সাজা ঘোষণা হয়েছিল। তার পরেই তাঁর সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়। লোকসভার এই সিদ্ধান্তের চরম বিরোধিতা করেছে কংগ্রেস।
শুক্রবার লোকসভার ওই সিদ্ধান্ত ঘোষণার পর সাংবাদিক বৈঠক করে কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি এবং জয়রাম রমেশ জানিয়ে দেন, আদালতের রায়কে চ্যালেঞ্জ করে আইনি পথে হাঁটার পাশাপাশি বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ের তীব্রতা আরও বৃদ্ধি করা হবে।
বৃহস্পতিবারই গুজরাতের সুরাট আদালত রাহুলকে ২ বছর জেলের সাজা শুনিয়েছিল। তারই ভিত্তিতে রাহুলের সাংসদ পদ খারিজ করা হয়েছে বলে লোকসভা সূত্রে খবর।
Moon and Venus: এক ফালি চাঁদের তলায় শুকতারার আশ্রয়, বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী কলকাতা