দীর্ঘ জল্পনায় অবশেষে অবসান। সোমবার সরকারি ভাবে ঘোষণা করা হল ভোট ময়দানে প্রিয়াঙ্কা গান্ধীর নাম। দিল্লিতে বোনকে পাশে নিয়েই নিজের ওয়াইনাডের উপনির্বাচনে নাম ঘোষণা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সদ্য লোকসভা নির্বাচনের কেরলের ওয়াইনাড এবং উত্তরপ্রদেশের রায়বরেলিকে নির্বাচিত হয়েছেন রাহুল। নিয়ম অনুযায়ী, তাঁকে একটি আসন ছাড়তে হত।
গত কয়েকদিন ধরেই কেরলের আসনে প্রিয়াঙ্কার নাম প্রবল ভাবে ভেসে বেরাচ্ছিল। তাতেই এদিন সরকারি সিলমোহর পড়ল। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপালকে নিয়েই প্রিয়াঙ্কার নাম ঘোষণা করলেন রাহুল গান্ধী। এই নির্বাচনের আগেই রায়বরেলির দায়িত্ব রাহুল গান্ধীর হাতে তুলে দিয়েছিলেন সনিয়া গান্ধী। তিনি এখন রাজ্যসভার সাংসদ।
এবার কেরলের দু বারের জেতা আসন বোন প্রিয়াঙ্কার হাতে তুলে দিলেন। দিল্লিতে তিনি জানিয়েছেন, সংসদের ভিতরে এবার ভাই-বোন ঝাপিয়ে পড়বে বিজেপির অপশাসন রুখতে। দাদা রাহুলকে পাশে নিয়ে কেরলেও ওয়াইনাড থেকে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন প্রিয়াঙ্কাও। রাহুলের এদিনের ঘোষণা, ভোট ময়দানে দেখা যাবে নেহরু-গান্ধী পরিবারের আর এক প্রজন্মকে।