আসন্ন লোকসভায় বিরোধী বেঞ্চের নেতা হিসাবে রাহুল গান্ধীকেই চায় কংগ্রেস। শনিবার দিল্লিতে নিজেদের ওয়ার্কিং কমিটির বৈঠকে সেই প্রস্তাবই পাস করে নিল কংগ্রেস। ৯৯ আসন দিতে এবার সংসদে যাচ্ছে কংগ্রেস। রাজনৈতিক মহলের মতে, বিরোধী জোটের বড় দল হিসাবে এই দাবি ইতিমধ্যেই ইন্ডিয়ার সামনে রাখা হয়েছে।
রাহুলকে বিরোধী দলনেতা হিসাবে প্রস্তাব পাসের পাশাপাশি লোকসভা ভোটে যে রাজ্যে খারাপ ফল করছে, তা নিয়েও পর্যালোচনার প্রয়োজন বলেই দাবি করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। হিসাব বলছে, জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ, ছত্তীসগড়, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, উত্তরাখণ্ড এবং কংগ্রেস শাসিত কর্নাটক ও হিমাচল প্রদেশে কংগ্রেসের হাল বেশ শোচনীয়।
এদিকে, ভারত জোড়োর পর এবার ধন্যবাদ যাত্রার পরিকল্পনা করেছেন রাহুল গান্ধী। এই যাত্রার সূচনা হতে পারে উত্তরপ্রদেশকে। এই যাত্রায় রাহুলের সঙ্গী হতে পারেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও।