'ভারতমাতা' সনিয়া গান্ধী। তেলাঙ্গানার রঙ্গারেড্ডি জেলায় এমনই এক হোর্ডিং চোখে পড়ে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সনিয়া গান্ধী, রাহুল গান্ধীদের হোর্ডিংও ছিল। সনিয়া গান্ধীর এই হোর্ডিং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
রবিবার হায়দরাবাদের রঙ্গারেড্ডি জেলায় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক ছিল। উপস্থিত ছিলেন সব শীর্ষ নেতাই। সনিয়া গান্ধী ওয়ার্কিং কমিটির বৈঠকে ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে প্রদেশ নেতৃত্বকে সহযোগিতা করার বার্তা দেন। সভাপতি মল্লিকার্জুন খাড়গেও দলের নেতাদের আলটপকা মন্তব্য নিয়ে কড়া বার্তা দিয়েছেন। ২০২৪ লোকসভা নির্বাচনে জয়ের জন্য লড়বে কংগ্রেস, জানালেন খাড়গে।
এদিন ওয়ার্কিং কমিটির বৈঠকে কেসি বেনুগোপাল বলেন, "২০২৪ সালে এদের ক্ষমতা থেকে সরাতে হবে। ওয়ার্কিং কমিটির পক্ষ থেকে দেশের সব নেতাদের জানানো হচ্ছে, এবার আরাম ছেড়ে, জয়ের জন্য লড়তে হবে। বিধানসভা নির্বাচনে আমাদের বিশ্বাস, পাঁচ রাজ্যে আমরা সরকার বানাব।"