"এবার নির্বাচনে বিজেপি জিতলে, সংবিধান বদলাবে। দেশে আগুন জ্বলবে।" 'ম্যাচ ফিক্সিং'-এর অভিযোগ তুলে শাসকদলকে আক্রমণ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। রামলীলা ময়দানে এদিন অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে এদিন মেগা ব়্যালির আয়োজন করে INDIA জোট। এই মঞ্চ থেকেই রাহুল গান্ধীর দাবি, "ইভিএম, ম্যাচ ফিক্সিং, সোশ্যাল মিডিয়ার সাহায্য ছাড়া ১৮০টির বেশি আসন জিততে পারবে না বিজেপি।"
রামলীলা ময়দানের জনসভা থেকে রাহুল গান্ধী বলেন, "যদি নিজের ভোট না দাও, তা হলে ম্যাচ ফিক্সাররা জিতবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চান না, বিরোধীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক। নির্বাচনের আগেই দুই মুখ্যমন্ত্রীকে জেলে ভরা হয়েছে। সব অ্যাকাউন্ট ফ্রিজ করা চলছে। নির্বাচনের আগে কেন এমন করা হচ্ছেন। এসব ৬ মাস আগে, বা ৬ মাস পরে করা যেত না!"