Gujrat Viral Video:স্বামীর ‘বান্ধবী’-কে পেটাচ্ছে স্ত্রী, ভাইরাল ভিডিয়োর পর রাজনীতি ছাড়লেন কংগ্রেস নেতা

Updated : Jun 04, 2022 16:37
|
Editorji News Desk

‘বান্ধবী’-কে চুলের মুঠি ধরে পেটাচ্ছে বউ। বিধানসভা নির্বাচনের (Gujrat Assembly Elections) আগে সেই ভিডিয়ো ভাইরাল (Gujrat Congress Viral Video) হওয়ায় আপাতত রাজনীতি থেকে সন্ন্যাস নিলেন গুজরাতের কংগ্রেস নেতা (Gujrat Congress) ভরতসিন সোলাঙ্কি।

আর কিছু দিন পরেই গুজরাতে বিধানসভা নির্বাচন। তার আগে ভরতসিনের পরিবারের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োটি রেকর্ড করেছেন তাঁরই স্ত্রী রেশমা পটেল। ভিডিয়োতে দেখা যাচ্ছে, ঘরের দরজা ঠেলে ঢুকছেন রেশমা। সামনেই এক অল্পবয়সি মহিলাকে দেখে তিনি তেড়ে যাচ্ছেন। সেই সময় বাধা দেওয়ার চেষ্টা করে স্ত্রীকে সামলাতে পারছেন না ভরতসিন। ভিডিয়োতে দেখা যাচ্ছে রেশমা ওই অল্পবয়সি মহিলার চুলের মুঠি ধরে তাঁকে পেটাচ্ছেন। রেশমার অভিযোগ, ওই মহিলার সঙ্গে ভরতসিনের বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে।

Punjab Congress Leader Killed : নিরাপত্তা তুলতেই দুষ্কৃতী হামলা, পাঞ্জাবে খুন কংগ্রেস নেতা সিধু মুসাওয়ালা

গুজরাত রাজনীতির পরিচিত মুখ ভারতসিন। তাঁর বাবা মাধবসিন সিংহ সোলাঙ্কি ছিলেন নয়ের দশকে চন্দ্রশেখর সরকারের বিদেশমন্ত্রী। এছাড়া গুজরাতের মুখ্যমন্ত্রীও ছিলেন তিনি। ভরতসিন আনন্দ লোকসভা কেন্দ্র থেকে ২০০৪ ও ২০০৯ সালে দু’বার সাংসদ হয়েছেন। প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সময়ে কেন্দ্রের মন্ত্রীও থেকেছেন। এছাড়া তিনি কয়েক বছর গুজরাত প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন।

বিধানসভা নির্বাচনের আগে ভরতসিনের ‘পারিবারিক কেচ্ছা’ এভাবে প্রকাশ্যে আসায় চাপে কংগ্রেস। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, দলের তরফেই ভরতসিনকে আপাতত রাজনীতি থেকে দূরে থাকতে বলা হয়। যদিও ভরতসিন জানিয়েছেন, রাজনীতি থেকে আপাতত দূরে থাকার এই সিদ্ধান্ত তাঁর নিজের। স্ত্রী রেশমার বিরুদ্ধেও নানা অভিযোগ তুলেছেন। তাঁরা যে দীর্ঘ দিন একসঙ্গে থাকেন না, সেটা জানানোর পাশাপাশি তাঁর এবং কংগ্রেসের বদনাম করতে বিরোধী কোনও রাজনৈতিক শিবিরের হয়েও তাঁর স্ত্রী এমন কাণ্ড ঘটিয়ে থাকতে পারেন বলেও অভিযোগ করেছেন তিনি। ভরতসিন আরও দাবি করেছেন যে, রেশমার সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের মামলা চলছে।

 

CongressGujratGujrat news

Recommended For You

editorji | ভারত

UIDAI Adhar Card: আপনার আধার কার্ড কি অন্য় কোথাও ব্যবহার হচ্ছে! কী করে বুঝবেন?

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mumbai News : বাঁক খেতে গিয়ে ফেরিতে ধাক্কা, মুম্বইয়ে ভাইরাল নৌ-সেনার স্পিড বোটের ভিডিও

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর

editorji | ভারত

One Nation One Vote : কেমন হবে ভোট দানের চরিত্র, সিদ্ধান্ত এবার JPC-র কোর্টে