রান্নার গ্যাসে মধ্যবিত্তের স্বস্তি। সোমবার মধ্যরাত থেকে যে নতুন দাম ধার্য হয়েছে, তাতে বাড়ির রান্নার গ্যাসের দামে কোনও হেরফের হয়নি। অর্থাৎ কলকাতায় ১৪ কেজির এলপিজি সিলিন্ডারের দাম রয়েছে এক হাজার একশো উনতিরিশ টাকা। নতুন দামের ফলে একধাক্কায় দাম অনেকটা কমেছে বাণিজ্যিক গ্যাসের। সেখানে দাম কমেছে ১৭২ টাকা। ফলে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের নতুন দাম হয়েছে এক হাজার নশো একষট্টি টাকা।
প্রতি মাসেই রাষ্ট্রায়াত্ত গ্যাস কোম্পানিগুলি গ্যাসের দাম নতুন করে পর্যালোচনা করে। তাতে দেখা যাচ্ছে দেশের চারটি মেট্রো শহরে বাড়ির গ্যাসের সিলিন্ডারের দাম কার্যত একই রয়েছে। তবে হেরফের হয়েছে বাণিজ্যিক গ্যাসের দামের ক্ষেত্রে। রাজধানী দিল্লিতে বাণিজ্যিক গ্যাসের দাম হয়েছে এক হাজার আটশো সাতান্ন টাকা।