শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসে (Coromondel Express) ভয়াবহ দুর্ঘটনা। শুক্রবার সন্ধ্যায় এই ট্রেন লাইনচ্যূত হয়ে যায়। প্রাণ যায় বহু যাত্রীর। ১৪ বছর আগে এমনই এক দুর্ঘটনার সাক্ষী হয়েছিল করমণ্ডল এক্সপ্রেস।
১৯৭৭ সালে প্রথম রেলমন্ত্রক করমণ্ডল এক্সপ্রেস চালু করে। ২০০৯ সালের ১৩ ফেব্রুয়ারি। সন্ধে সাড়ে ৭টা নাগাদ দ্রুত গতিতে জয়পুর রোড স্টেশন পেরোনোর সময় দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। লাইনচ্যূত হয়ে দুদিকে ছড়িয়ে পড়ে একাধিক কামরা। সেই ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ হারান ১৬ জন। ২০০২ সালের ১৫ মার্চ, অন্ধ্রপ্রদেশের নেল্লোরে লাইনচ্যূত হয় করমন্ডল এক্সপ্রেস। যার জেরে ১০০ যাত্রী আহত হন। ২০০৯ সালেও দুর্ঘটনার কবলে পড়ে করমন্ডল এক্সপ্রেস। ২০১২ সালে এই দূরপাল্লার ট্রেনের জেনারেল কামরায় আগুন লাগে। ২০১৫ সালে করমণ্ডল এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের জেরে দুটি বগি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন: ট্রেন দুর্ঘটনায় রাজ্যের মৃত যাত্রীদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার
শুক্রবারের দুর্ঘটনার ভয়াবহতা আগের সব দুর্ঘটনাকে ছাপিয়ে গেল বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ২০০-এর গণ্ডি পেরিয়ে গিয়েছে। সেই সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।