এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা। ওড়িশার বালাসোরে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে হতাহতের সংখ্য়া। তিন তিনটি ট্রেন দুর্ঘটনার কবলে। জিরো গ্রাউন্ডে দেশলাইবাক্সের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রেলের কামরা। ড্রোন ক্যামেরায় সেই ছবি ধরা পড়েছে। লাইনচ্যুত বগির নিচে না জানি চাপা পড়ে এখনও কত লাশ। খেলনা গাড়ির মতো দুমড়ে মুচড়ে ছিটিয়ে রয়েছে একেকটি কামরা। আর্তদের ভিড়, চলছে উদ্ধারকাজ। আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
PM Modi: শনিবার বালেশ্বরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কথা বলবেন আহতদের সঙ্গে
শনিবার সকাল থেকেই বাড়ছে মৃত্যু মিছিল। দুমড়ে থাকা করমণ্ডল এক্সপ্রেসের কামরা থেকেই দেহ উদ্ধার চলছে। একেরপর এক লাশ থরে থরে সাজিয়ে রেখে চলছে গুনতি। ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ২৩৮। শনিবার সরকারি ভাবে একথা জানিয়েছে ওড়িশা সরকার। আহত কমপক্ষে ৯০০।