ফের দেশে মাথা চারা দিয়েছে করোনা ভাইরাস। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তারমধ্যে কোভিডের নতুন প্রতিরূপ জেএনওয়ান নতুন করে ভয় ধরাচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৫২৯ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৪০৯৬।
Covid 19 Update India: দেশে নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা ৪৩০, কর্নাটকে ৩৪ জন জেএন ওয়ানে আক্রান্ত
এই নতুন প্রতিরূপে আক্রান্তের নিরিখে সবচেয়ে এগিয়ে রয়েছে গুজরাট, দিল্লিতেও মিলেছে নজির। গুজরাটে আক্রান্তের সংখ্যা ৩৪ , গোয়াতে ১৪ , মহারাষ্ট্রে ৯ট , কেরালা থেকে ৬, রাজস্থান থেকে ৪ জন আক্রান্তের খবর মিলেছে। কর্নাটকে সাত দিনের আইসোলেশন বাধ্যতামূলক করেছে সরকার। এইমসের তরফেও একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে।