রবিবার জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৩তম জন্মদিবস (Gandhi Jayanti 2022)। দেশজুড়ে মহাধুমধাম করে পালিত হচ্ছে এই দিন। ব্রিটিশ শাসিত ভারতে জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম যোদ্ধা ছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। তাঁর নীতি এখনও দেশের ভাবনা-চিন্তার মেরুদণ্ড।
কংগ্রেস হোক, বা বিজেপি। দেশের রাজনীতির অনেকটাই উপরে গান্ধীজি। রাজনীতির মধ্যে থেকেও তাঁর আন্দোলন মানুষের জীবনের সঙ্গে জুড়ে গিয়েছে। ডান্ডি অভিযান হোক, অনশন সভা, ভারত ছাড়ো আন্দোলন এই প্রজন্মকেও আলোড়িত করে। বাপুজিকে শ্রদ্ধা জানিয়েই তৈরি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'স্বচ্ছ ভারত অভিযান'। বর্তমানে কংগ্রেসের 'ভারত জোড়ো আন্দোলন' গান্ধীবাদ বা গান্ধীর আদর্শের প্রতীক। আর প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহে তাঁর অহিংস নীতি সমগ্র বিশ্বে এখনও প্রাসঙ্গিক।
আরও পড়ুন: উৎসবের আনন্দে মাতোয়ারা বাংলা, ষষ্ঠীতে জেলার টুকরো ছবি
রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে এখনও উজ্জ্বল অগ্নিশিখা। গান্ধীমূর্তির পাদদেশ সাক্ষী থাকে এখনও কত অবস্থান, বিক্ষোভ ও প্রতিবাদের। পরাধীনতার শৃঙ্খলে বদ্ধ দেশবাসীকে যা শিখিয়ে গিয়েছিলেন বাপুজি। সময় আসে, সময় যায়। হারিয়ে যায় রক্তমাংসের মানুষও। কিন্তু কালের গহ্বরে এখনও অমলিন গান্ধীবাদ। ভারতের নামের পাশে থেকে যায়, একটি আবছা অবয়ব