পিন ও টাকার অঙ্ক দিলেই মেশিন থেকে বেরিয়ে আসে টাকা। বিশ্বের সব এটিম-এ এভাবেই কাজ হয়। সেই ধারণা নিয়েই দেশে প্রথম কর্মীহীন রেস্তোরাঁ। পিন দিলেই ভেন্ডিং মেশিন থেকে বেরিয়ে আসছে বিরিয়ানি।
ঠিকই শুনেছেন। এই রেস্তোরাঁর নাম বাই ভেতু কালয়ানম। চেন্নাইয়ে এই প্রথম এমন টেকঅ্য়াওয়ে রেস্তোরাঁ তৈরি হয়েছে। রেস্তোরাঁয় কোনও মানুষ নেই। নেই ওয়েটারও। রেস্তোরাঁয় ঢুকলে দেখা যাবে একাধিক ভেন্ডিং মেশিন। দেওয়া আছে বিভিন্ন খাবারের তালিকাও। এই রেস্তোরাঁর প্রধান খাবার বিরিয়ানি। ভেন্ডিং মেশিনের স্ক্রিন থেকে বিরিয়ানি সিলেক্ট করে কার্ড বা কিউআর কোর্ড থেকে টাকা দিলেই টাইম কাউন্ট শুরু হবে। মেশিন থেকে বেরিয়ে আসবে আপনার খাবার।
সম্প্রতি চেন্নাইয়ের এক ফুড ব্লগার এই টেকআউট রেস্তোরাঁর ভিডিয়ো শেয়ার করেন। সেখানে তিনি দেখান, এই ফুড এটিএম কীভাবে কাজ করে। পেমেইন্ট গেটওয়ে অ্যাক্সেস করার জন্য বাটনও রাখা আছে। মিনি মাটন বিরিয়ানির দাম ৩৪৫ টাকা। ইলেকট্রনিক পেমেইন্ট ব্যবহার করে এই রেস্তোরাঁ থেকে অর্ডার করতে পারবেন।