করোনার (Covid-19) সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে চিনে। ইতিমধ্যেই নতুন সাব ভ্যারিয়েন্ট বিএফ-৭ (BF-7) ধরা পড়েছে দেশের দুই রাজ্যে। যা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার (Central Goverment)। এই পরিস্থিতিতে রাজ্যগুলির সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya)। শুক্রবার দুপুরে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
কেন্দ্রীয় সূত্রের খবর, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর ডাকা এই বৈঠকে সমস্ত রাজ্যের স্বাস্থ্য মন্ত্রীদের উপস্থিত থাকতে বলেছে স্বাস্থ্য মন্ত্রক। দুপুর তিনটে নাগাদ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক করা হবে। তবে, এই বৈঠকে উপস্থিত থাকবেন না মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বদলে উপস্থিত থাকবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
আরও পড়ুন- রাজ্যে নেই পর্যাপ্ত করোনা টিকা, বাড়তে থাকা করোনা পরিস্থিতিতে চিন্তায় সরকার
দেশের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার একটি উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থমন্ত্রী মনসুখ মাণ্ডব্য, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ভি কে পল। ওই বৈঠকে করোনা মোকাবিলায় একাধিক সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী।