প্রয়াত সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বয়স হয়েছিল ৭২ বছর। দিল্লি এইমস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত ৯ সেপ্টেম্বর তাঁর অবস্থার আরও অবনতি হয়েছিল। তাঁকে রাখা হয়েছিল কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্যে। আজ, বৃহস্পতিবার প্রয়াত হন তিনি।
সম্প্রতি সিপিএমের সাধারণ সম্পাদকের শারীরিক অবস্থা সঙ্কটজনক বলেই দাবি করেছিল পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, দীর্ঘসময় ধরেই ফুসফুসের রোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি নিউমোনিয়া থেকে ফুসফুসের সংক্রমণ আরও বেড়ে গিয়েছিল। প্রায় ২৫ দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত ১৯ অগাস্ট তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছিল।
প্রবীণ এই সিপিএম নেতার মৃত্যুতে দেশ ও রাজ্যে গভীর শোক নেমে এসেছে। গত ৮ অগাস্ট প্রয়াত হয়েছিল পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রবীণ সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর মৃত্যুর একমাস চারদিনের মাথায় প্রয়াত হলেন সিপিএমে সাধারণ সম্পাদক।