অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না সি পি আই এম পলিটব্যুরো নেতা সীতারাম ইয়েচুরি। সংবাদসংস্থা ANI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ওই অনুষ্ঠানে অংশ না নেওয়ার ব্যাপারে অপারগতার কথা জানিয়েছেন তিনি।
সীতারাম ইয়েচুরির কথায়, তাঁকে আমন্ত্রণ জানাতে এসেছিলেন মন্দির কমিটির চেয়ারম্যান তথা প্রধানমন্ত্রীর সচিবালয়ের প্রাক্তন প্রিন্সিপ্যাল সেক্রেটারি নৃপেন্দ্রর চৌধুরী। এবং তাঁর সঙ্গে ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের এক নেতা। তাঁদেরকেও অপারগতার কথা জানিয়ে দিয়েছেন।
সিপিএম সাধারণ সম্পাদকের বক্তব্য, অযোধ্যায় যে অনুষ্ঠান হতে চলেছে তা পুরোটাই রাষ্ট্রের মদতে হচ্ছে। মানুষের ধর্মীয় বিশ্বাস নিয়ে পুরোপুরি রাজনীতি করা হচ্ছে। যা দেশের সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সেই কারণেই ওই অনুষ্ঠানে থাকতে পারবেন না । একই সঙ্গে তাঁর যুক্তি, সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশেও বলা হয়েছে, রাষ্ট্র কোনও ধর্ম প্রচারের সঙ্গে যুক্ত থাকতে পারবে না। কিন্তু সেই নির্দেশও মানা হচ্ছে না বলে অভিযোগ তাঁর।