সঙ্কটে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থা। মঙ্গলবার বিবৃতি দিয়ে এই খবর জানাল সিপিএম কেন্দ্রীয় কমিটি। এই প্রথম সিপিএমের তরফে ইয়েচুরির শারীরিক অবস্থাকে সঙ্কটজনক বলে দাবি করা হল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সিপিএমের সাধারণ সম্পাদককে রেসপিরেটরি সাপোর্টে রাখা হয়েছে। তৈরি করা হয়েছে মেডিক্যাল বোর্ড।
দিন কয়েক আগেই সীতারাম ইয়েচুরির অসুস্থতার খবর সামনে এসেছিল। বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভায় তিনি আসতে পারেননি। সেই সময় সিপিএমের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, বেশ কিছু সংবাদ মাধ্যম সীতারামের অসুস্থতাকে নিয়ে অতিরঞ্জিত খবর প্রকাশ করেছে। কিন্তু গত একমাসের মধ্যে এই প্রথম কেন্দ্রীয় কমিটি স্বীকার করল, তাদের সাধারণ সম্পাদকের অবস্থা সঙ্কটজনক।
ফুসফুসে সংক্রমণ নিয়ে বেশ কয়েক দিন ধরেই হাসপাতালে ভর্তি। রাখা হয়েছে আইসিইউতে। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত ধূমপানের জন্যই ফুসফুস কখনও ভাল, আবার কখনও খারাপ হয়ে যাচ্ছে। নিউমোনিয়া থেকে ফুসফুস সংক্রমিত হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।