ওড়িশায় মাওবাদী হামলায় (Odisha Maoist Attack) মৃত্যু ৩ সিআরপিএফ জওয়ানের (CRPF Jawan)। ঘটনাটি ঘটেছে ওড়িশার নুয়াপাড়া জেলার পাতাধারা রিজার্ভ ফরেস্টে। প্রাথমিক রিপোর্ট থেকে জানা গিয়েছে, ৭ জওয়ান সেই সময় এক ক্যাম্প থেকে অন্য ক্যাম্পে যাচ্ছিলেন। সেই সময়ই আচমকা গুলি চালায় মাওবাদীরা।
সংবাদ সংস্থা পিটিআইকে ওড়িশা পুলিশের ডিরেক্টর জেনারেল (Odisha DGP) জানিয়েছেন, "ঘটনাস্থল পরিদর্শন করতে নুয়াপাড়া যাচ্ছেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা।" পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, জওয়ানদের গতিবিধি আগে থেকেই নজর রাখছিল মাওবাদীরা। আচমকাই জওয়ানদের ওপর গুলি চালানো হয়।
আরও পড়ুন: রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহাকে শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের
সিআরপিএফ সূত্রে খবর, মাওবাদী হামলায় একজন কনস্টেবল ও দুজন সাব ইনস্পেক্টর পদের অফিসারের মৃত্যু হয়েছে। পাতাধরা রিজার্ভ ফরেস্টে তল্লাশি চালানো হচ্ছে। স্পেশাল অপারেশন গ্রুপ ও সিআরপিএফের উচ্চপদস্থ অফিসাররা ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন। ওড়িশার ডিজিপি ঘটনায় জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।