স্থলভাগের দিকে ক্রমশ এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মান্দাস (Cyclone Mandous) । এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে তামিলনাড়ু, পুদুচেরি ও দক্ষিণ অন্ধ্র উপকূলে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন। জারি করা হয়েছে সতর্কতা। বন্ধ রাখা হয়েছে স্কুল, কলেজ। ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে তামিলনাড়ুর বিভিন্ন এলাকায়।
তবে, হাওয়া অফিস জানিয়েছে, স্থলভাগে আছড়ে পড়ার আগেই ক্রমশ শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়ছে ঘূর্ণিঝড় মন্দাস। ইতিমধ্যেই স্থলভাগের বেশ কিছুটা কাছে চলে এসেছে ঘূর্ণিঝড়টি। শুক্রবার মধ্যরাত ও শনিবার ভোররাতের মধ্যে পুদুচেরি ও শ্রীহরিকোটার মধ্যে দিয়ে অতিক্রম করে মহাবলিপুরমের কাছে আছড়ে পড়বে। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৬৫ থেকে ৭৫ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৮৫ কিমি।
আরও পড়ুন- বিয়ে বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, পাত্র-সহ আগুনে ঝলসে গেলেন ৪৯ জন
শুক্রবার, দিনভর সমুদ্রের তীরে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্রের তীরের সমস্ত দোকানপাটও বন্ধ রাখতে বলা হয়েছে।
বিপর্যয় মোকাবিলায় তামিলনাড়ুতে মোট ৫০৯৩ টি ত্রাণ কেন্দ্র খোলা হয়েছে।