ফের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়। অশনি, সিত্রাং-এর পর হাজির বছরের তৃতীয় ঘূর্ণিঝড় 'মান্দাস' (Cyclone mandous)। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ পরিণত হল ঘূর্ণিঝড় মান্দাসে। বাংলায় প্রভাব না পড়লেও, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকায় আগামী কয়েকদিন রাজ্যে শীত কিছুটা ধাক্কা খেতে পারে। শনিবার থেকে বাড়তে পারে তাপমাত্রা।
সাইক্লোনের প্রভাব সরাসরি পড়বে তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধ্রপ্রদেশের উপকূলে।
তবে আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office) জানাচ্ছে, বাংলায় মান্দাসের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা নেই।
Brazil Qatar World Cup: 'ব্রাজিলের সংস্কৃতিতে মিশে নাচ', 'পিজিয়ন ড্যান্স' নিয়ে সমালোচনায় ক্ষিপ্ত তিতে
মান্দাসের প্রভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৮৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূলে। এ বার ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে সৌদি আরব। অর্থ, ভেলা।